1

Autonemo Fuel Solution

Jahidul Islam Shuvo

Last Update ৪ মাস আগে

PRE-INSTALLATION ESSENTIAL'S

১। কাস্টমার যেভাবে ফুয়েল রিফিল করে অর্থাৎ কাস্টমার যদি ম্যানুয়াল রিফিল করে তাহলে ম্যানুয়ালি ফুয়েল ক্যালিব্রেশন করতে হবে আর যদি কাস্টমার ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেয় তাহলে সেখানে থেকেই ফুয়েল ক্যালিব্রেশন করতে হবে। কাস্টমার কে সেই অনুযায়ী ফুয়েল এর ব্যবস্থা করতে হবে।


২। ক্যালিব্রেশন এর জন্য ফুল ট্যাংক ফুয়েল দিতে হবে।


৩। কোম্পানীর নির্ধারিত ফর্মে গ্রাহকের থেকে গাড়ির সকল তথ্য যেমন ড্রাইভার এর লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, রুট পারমিট ,কর সার্টিফিকেট এর ছবি/ পিডিএফ সংগ্রহ করতে হবে। (See the Attached Excel File)


৪। তেলের ধারন ক্ষমতা, তেলের Tank এর আকৃতি, গাড়ীতে তেল রিফিলের পদ্ধতি জানতে হবে।


৫। উক্ত এলাকায় GPS Gateway এর জন্য সঠিক কোম্পানির সিম কার্ড নিশ্চিত করা, তাই ক্লায়েন্ট থেকে সিম নেটওয়ার্ক এর তথ্য জানা।


৬। সেলস পরবর্তী Compare করার সুবিধার্থে গত তিন মাসের Fuel এর Data নিতে হবে এবং Maintenance verification করতে হবে with (Authority Signature)।


৭। Fuel Level Sensor connection পূর্বে একবার পাম্প থেকে তেল রিফিল করতে এভারেজ কত সময় লাগে তা জানতে হবে। যেমন 50 Ltr তেল রিফিল করতে ৫ মিনিট সময় লাগে।


৮। যদি ট্যাংকের সাইজ লম্বা হয় বা বড় হয় সে ক্ষেত্রে দুইটা ফুয়েল লেভেল সেন্সর সাজেস্ট করতে হবে যেনো Accuracy ভালো পাওয়া যায়।

Was this article helpful?

3 out of 3 liked this article

Still need help? Message Us